বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ১০ নম্বর আলীমাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী শেখ সহিদুল ইসলামকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন বিরোধী কার্যকলাপ করায় শনিবার তাকে ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক পদ থেকে বহিষ্কার করা হয়।
এর প্রেক্ষিতে জেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ এমপি এবং সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমবাদ ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক পদ থেকে শেখ সহিদুল ইসলমাকে সাময়িক বহিষ্কার করেন।