মুন্সীগঞ্জের লৌহজংয়ে নতুন শিক্ষাবর্ষের প্রথম দিনে ইউনুছ খান মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজে আনন্দমুখর পরিবেশে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে উপজেলার শামুরবাড়ি গ্রামস্থ বিদ্যালয় প্রাঙ্গণে প্রায় ৮০০ শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেয়া হয়।
বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
ইউনুছ খান মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. কামরুল হুদার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনুছ খান-মাহমুদা খানম ফাউন্ডেশন ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মো. ফরিদুর রহমান খান।
এ সময় উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক(ইউআইইউ) এবং ফাউন্ডার ট্রাস্টি(ইউআইইউ) ও চেয়ারম্যান বিডিএডুকেশন ড. সুমন আহমেদ। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য সায়েরা খান, জুবায়দা ফাইজা, রাফিয়া খান, আসিফুর রহমানসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

