ইউনিসেফ পলিসি স্পেশিয়ালিস্টের সঙ্গে সিডনি কমিউনিটি নেতৃবৃন্দের মতবিনিময়

0
ইউনিসেফ পলিসি স্পেশিয়ালিস্টের সঙ্গে সিডনি কমিউনিটি নেতৃবৃন্দের মতবিনিময়

বাংলাদেশে শিশুর অধিকার, মর্যাদা ও সার্বিক কল্যাণ নিশ্চিত করতে ইউনিসেফের উদ্যোগ এবং রাজনৈতিক দলগুলোর সম্মিলিত অঙ্গীকার তুলে ধরতে সিডনিতে প্রবাসী বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯ জানুয়ারি) ক্যাম্বেলটাউনের নওয়াব রেস্টুরেন্টে ক্যাম্বেলটাউন একুশে মেলা আয়োজক সংগঠন সাবকন্টিনেন্ট ফ্রেন্ডস অব ক্যাম্বেলটাউনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ থেকে আগত ইউনিসেফ পলিসি স্পেশিয়ালিস্ট মিসেস হাসিনা বেগম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সভায় মিসেস হাসিনা বেগম সম্প্রতি বাংলাদেশে ইউনিসেফের তত্ত্বাবধানে ১২টি রাজনৈতিক দলের সহযোগিতায় প্রণীত শিশু সনদ (Children’s Charter) সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, দলমত নির্বিশেষে দেশের সব শিশুর অধিকার, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করতে এই সনদ একটি ঐতিহাসিক ও সম্মিলিত অঙ্গীকারের প্রতিফলন।

তিনি আরও বলেন, শিশু সনদে শিশু সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, শিশু নির্যাতন ও শোষণ প্রতিরোধসহ সময়োপযোগী গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। ১২টি রাজনৈতিক দলের এই ঐকমত্য শিশুদের অধিকারকে রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে তুলে ধরে জাতীয় অগ্রাধিকার হিসেবে প্রতিষ্ঠা করেছে। আন্তর্জাতিক শিশু অধিকার সনদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এই নীতিমালা বাংলাদেশের দীর্ঘমেয়াদি মানবিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সভায় উপস্থিত কমিউনিটি নেতৃবৃন্দ বিষয়টিকে গুরুত্বের সঙ্গে গ্রহণ করে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেন, যার সন্তোষজনক ব্যাখ্যা দেন মিসেস হাসিনা বেগম।

শিশুদের অধিকার রক্ষায় ইউনিসেফ ও রাজনৈতিক দলগুলোর এই সম্মিলিত উদ্যোগের প্রশংসা করে বক্তব্য রাখেন ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের কাউন্সিলর মাসুদ চৌধুরী, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়ার সাবেক সভাপতি ফারুক আহমেদ খান, সাধারণ সম্পাদক আলমগীর ইসলাম, পড়ুয়ার আসরের কর্ণধার রোকেয়া আহমদ, প্রবীণ হিতৈষী সংঘের সভানেত্রী খালেদা কায়সার, বিশিষ্ট সাংবাদিক ও জন্মভূমি টিভির কর্ণধার আবু রেজা আরেফিন, এবি স্ট্রিট লাইব্রেরির সভাপতি কামাল পাশা ও সেলিমা বেগম। তাঁরা শিশু সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন, জনসচেতনতা বৃদ্ধি, নিয়মিত সংলাপ ও কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়াও উপস্থিত ছিলেন মনিরুজ্জামান মিয়া, আব্দুস সোবহান, নাজমুল হক, জুই সেন পল ও উলওয়ার্থের কাস্টমার সার্ভিস সহকারী ম্যানেজার মারজান চাওয়া অন্যত।

বিশেষ অতিথিসহ উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন সংগঠনের সাধারণ সম্পাদক কায়সার আহমেদ। আলোচনা সভা শেষে অংশগ্রহণকারীদের নৈশভোজে আপ্যায়ন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here