ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল বন্ধ করার নির্দেশ দিয়েছে সরকার। খৎনা করাতে গিয়ে শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে। রাজধানীর বাড্ডার সাঁতারকুলে অবস্থিত ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে খৎনা করাতে গিয়ে মারা যায় শিশু আয়ান। ঘটনাটি সারা দেশে আলোড়ন তুললে নড়েচড়ে বসে স্বাস্থ্য অধিদফতর।
গতকাল স্বাস্থ্য অধিদফতরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ডা. আবু হোসেন মোহাম্মদ মইনুল আহসান স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়েছে।