ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালে কার্ডিয়াক সেন্টারের যাত্রা শুরু হয়েছে। আজ বিশ্ব হার্ট দিবসে রাজধানীর মাদানী এভিনিউতে এ কার্ডিয়াক সেন্টারটি যাত্রা শুরু করে।
অনুষ্ঠানে গ্যাস্ট্রোএন্ট্রোলজিস্ট ও হেপাটোলজিস্ট প্রফেসর ডা. এ. কিউ. এম. মোহসেন বলেন, ‘আমাদের লক্ষ্য হলো সবার জন্য সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। ইউনাইটেড কার্ডিয়াক সেন্টারের মাধ্যমে আমরা দেশে এমন জটিল সার্জারি শুরু করতে চাই যা আগে কখনও সম্ভব হয়নি।’
ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর জনাব মইনুদ্দিন হাসান রশিদ বলেন, ‘আমাদের লক্ষ্য হলো দেশের মধ্যে সেরা কার্ডিয়াক সেবা নিশ্চিত করা।’
অনুষ্ঠানে কার্ডিওলজি বিভাগের চিফ কনসালটেন্ট এন্ড ডিরেক্টর ক্যাথ ল্যাব প্রফেসর ডা. মোহসিন আহমেদ বক্তব্য দেন। ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালের মেডিকেল সার্ভিসেস ডিরেক্টর ডা. আজহারুল ইসলাম খান, এবং প্রিন্সিপাল ডা. মো. আব্দুল ওয়াকিল অনুষ্ঠানে সকলকে স্বাগত জানান।
ইউনাইটেড কার্ডিয়াক সেন্টারে কনসালটেশন, ডায়াগনস্টিক পরীক্ষা, ইন্টারভেনশনাল কার্ডিওলজি এবং সার্জারি সবই এক ছাদের নিচে সম্পন্ন হচ্ছে।