ইউনাইটেডের অন্তর্বর্তীকালীন কোচ হচ্ছেন ক্যারিক

0
ইউনাইটেডের অন্তর্বর্তীকালীন কোচ হচ্ছেন ক্যারিক

মৌসুমের বাকি সময়ের জন্য মাইকেল ক্যারিককে অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে নিয়োগ দিতে যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, ম্যানচেস্টার সিটির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগেই এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে পারে ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাবটি।

ইংলিশ প্রিমিয়ার লিগের সফলতম ক্লাবটি মঙ্গলবার ক্যারিকের নিয়োগের ঘোষণা দিতে পারে বলে জানিয়েছে বিবিসি। গত ৫ জানুয়ারি প্রধান কোচ হুবেন আমুরিকে বরখাস্ত করে ইউনাইটেড। এরপর সাময়িকভাবে দুই ম্যাচের জন্য ক্লাবের অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে দায়িত্ব দেওয়া হয়।

অন্তর্বর্তীকালীন কোচের দৌড়ে মাইকেল ক্যারিক ও ওলে গুনার সুলশার ছিলেন সবচেয়ে এগিয়ে। শেষ পর্যন্ত ৪৪ বছর বয়সী ক্যারিককেই দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউনাইটেড কর্তৃপক্ষ।

২০০৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলেছেন ক্যারিক। কোচিং ক্যারিয়ারেও ক্লাবটির সঙ্গে তার যোগসূত্র রয়েছে, ২০২১ সালে তিনি একবার অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করেছিলেন। এরপর ২০২২ থেকে গত বছর পর্যন্ত চ্যাম্পিয়নশিপ ক্লাব মিডলসব্রার প্রধান কোচ ছিলেন তিনি। এবার আবারও চেনা ঠিকানায় ফিরছেন ইউনাইটেডকে ঘুরে দাঁড় করানোর চ্যালেঞ্জ নিয়ে।

বিবিসির প্রতিবেদনে ক্যারিকের সম্ভাব্য কোচিং স্টাফের নামও প্রকাশ করা হয়েছে। তার সহকারী কোচ হিসেবে থাকতে পারেন স্টিভ হল্যান্ড। এছাড়া কোচিং দলে থাকবেন জনাথন উডগেট, জনি ইভান্স ও ট্র্যাভিস বিনিয়ন।

বর্তমানে ২১ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে সপ্তম স্থানে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। সবশেষ ম্যাচে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের কাছে ২-১ গোলে হেরে এফএ কাপের তৃতীয় রাউন্ড থেকে বিদায় নেয় দলটি। আগামী শনিবার প্রিমিয়ার লিগে ঘরের মাঠে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে ইউনাইটেড।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here