ইউক্রেন সংঘাত নিরসনে পুতিনের সাথে সাক্ষাৎ করবেন ট্রাম্প

0

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইউক্রেন সংঘাতের অবসান ঘটাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে সাক্ষাত করবেন। খবর তাস’র।

সিএনএন টাউন হলের একটি অনুষ্ঠান চলাকালে ট্রাম্প বলেন, ‘আমি জয়-পরাজয়ের বিষয় নিয়ে ভাবি না। আমি মনে করি এটা মিমাংসা করার বিষয়। তাই আমরা এই সকল মানুষকে হত্যা করা বন্ধ করি।’ ট্রাম্প ব্যাখ্যা দিয়ে বলেন যে, তিনি প্রেসিডেন্ট হলে ২৪ ঘণ্টার মধ্যে এ সংঘাতের মিমাংসা করবেন।

তিনি আরো উল্লেখ করেছেন যে, রাশিয়ার প্রেসিডেন্টকে যুদ্ধাপরাধী হিসেবে আখ্যায়িত করার সময় এটি নয়। ‘যদি আপনি বলেন যে তিনি (পুতিন) একজন যুদ্ধাপরাধী, তাহলে এই সংঘাত বন্ধ করার জন্য কোন চুক্তি করা অনেক কঠিন হবে।’ তিনি আরো বলেন, এটি এমন কিছু যা ‘পরে আলোচনা করা উচিত। -বাসস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here