চীনের এক শীর্ষ দূত ইউক্রেন ও রাশিয়ায় ‘শান্তি সফর’ শুরু করতে যাচ্ছেন। প্রথমে তিনি ইউক্রেন এবং পরে রাশিয়া যাবেন।
ইউক্রেন সংকটের রাজনৈতিক সমাধান নিয়ে আলোচনা এই সফরের লক্ষ্য বলে জানিয়েছে বেইজিং।
গত বছর প্রতিবেশী ইউক্রেনে পরাশক্তি রাশিয়া বিশেষ সামরিক অভিযান শুরুর পর সাবেক রাষ্ট্রদূত লি চীনের সবচেয়ে জ্যেষ্ঠ কূটনীতিক। তিনি এমন সময় ইউক্রেন সফরে যাচ্ছেন, যে সময় ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ বাহিনী চরম হামলার মুখে পড়ছে।
প্রতিবেদন অনুসারে, গত মাসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ফোনে কথা বলার পর লি এই সফর শুরু করছেন।
সেই আলোচনাকে জেলেনস্কি দীর্ঘ ও অর্থবহ বলে অভিহিত করেছেন। শি বলেছেন, ‘আলোচনার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠাই’ চীনের মূল লক্ষ্য।