ইউক্রেন-রাশিয়া সংঘাতে ঘি ঢাললেন ডেভিড ক্যামেরন, বাড়ছে ভয়ংকর কিছুর শঙ্কা

0

ইউক্রেন-রাশিয়া সংঘাত যেনো আরেকটু উস্কেই দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। এবার ডেভিড ক্যামেরন জানালেন ইউক্রেনকে দেয়া যুক্তরাজ্যের অস্ত্র কীভাবে ব্যবহার করবে তার পুরো সিদ্ধান্তই নেবে কিয়েভ।

কিয়েভ সফরে গিয়ে ক্যামেরন বলেছেন, ইউক্রেন চাইলে ব্রিটিশ অস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডেও হামলা চালাতে পারবে।

ক্যামেরন আরও জানিয়েছেন, ইউক্রেনের যত দিন প্রয়োজন হবে, যুক্তরাজ্যের পক্ষ থেকে প্রতিবছর ৩৭৫ কোটি মার্কিন ডলার করে দেওয়া হবে।ক্যামেরন বলেন, রাশিয়া যে প্রক্রিয়ায় ইউক্রেনের অভ্যন্তরে হামলা করছে, তাতে ইউক্রেন কেন আত্মরক্ষার প্রয়োজনীয়তা অনুভব করছে, তা সহজে অনুমান করা যায়।

এদিকে ক্যামেরনের এমন মন্তব্যের নিন্দা জানিয়েছে রাশিয়া। মস্কো বলেছে, ‘আরেকটি অত্যন্ত বিপজ্জনক বিবৃতি।’ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘ইউক্রেন সংঘাত ঘিরে এটি সরাসরি উত্তেজনা ছড়াবে, যা ইউরোপীয় নিরাপত্তার জন্য সম্ভাব্য হুমকি সৃষ্টি করবে।’

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here