ইউক্রেন যুদ্ধ বন্ধের চুক্তি ‘যেকোনো সময়ের চেয়ে কাছাকাছি’: ট্রাম্প

0
ইউক্রেন যুদ্ধ বন্ধের চুক্তি ‘যেকোনো সময়ের চেয়ে কাছাকাছি’: ট্রাম্প

রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধ অবসানের চুক্তি এখন ‘যেকোনো সময়ের চেয়ে কাছাকাছি’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় সোমবার (১৫ ডিসেম্বর) জার্মানির বার্লিনে মার্কিন ও ইউরোপীয় নেতাদের উচ্চপর্যায়ের আলোচনার পর এমন মন্তব্য করেন তিনি। তবে সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, ইতিবাচক বার্তা মিললেও ভূখণ্ডের মালিকানা বা নিয়ন্ত্রণ নিয়ে এখনো উল্লেখযোগ্য মতভেদ রয়ে গেছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, হোয়াইট হাউজের ওভাল অফিসে সাংবাদিকদেরকে ট্রাম্প বলেন, “আমি মনে করি আমরা এখন যুদ্ধ বন্ধে অন্য যে কোনও সময়ের চেয়ে একটি চুক্তিতে পৌঁছার কাছকাছি জায়গায় চলে এসেছি। আমরা দেখব আমরা কি করতে পারি।”

বার্লিনের দুই দিনব্যাপী ওই উচ্চপর্যায়ের বৈঠকে জেলেনস্কির পাশাপাশি উপস্থিত ছিলেন ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং মার্কিন প্রতিনিধি স্টিভ উইটকফ।  ট্রাম্প বলেছেন, আলোচনা খুবই ভাল হয়েছে।

সোমবার এক মার্কিন কর্মকর্তা জানান, রাশিয়া এবং ইউক্রেইনের মধ্যে মোটামুটি ৯০ শতাংশ বিষয়ের সমাধান হয়ে গেছে। কেবল ইউক্রেইনের ভূখন্ড ছাড়ের বিষয়টি এখনও সমাধান হয়নি।

আলোচনায় যুক্তরাষ্ট্র ইউক্রেনকে পশ্চিমা সামরিক জোট নেটোর আর্টিকেল-৫ ধাঁচের নিরাপত্তার নিশ্চয়তা দিতে প্রস্তুত বলে জানিয়েছে। রাশিয়া এতে রাজি থাকবে বলেও আভাস দিয়েছেন এক মার্কিন কর্মকর্তা।

তবে নিরাপত্তার এই নিশ্চয়তা চিরকালের জন্য থাকবে না সে বিষয়েও সতর্ক করেছেন মার্কিন কর্মকর্তারা।

তবে জেলেনস্কি ওয়াশিংটনের দেওয়া নতুন নিরাপত্তা নিশ্চয়তার প্রশংসা করেছেন। কিন্তু ইউক্রেইন রাশিয়ার কাছে কোন অঞ্চল ছেড়ে দেবে সেই প্রশ্নে মতপার্থক্য রয়ে গেছে বলে তিনি জানিয়েছেন।

একই সঙ্গে জেলেনেস্কির বিশ্বাস যে কিছুটা ঐক্যমত্য খুঁজে বের করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়ার প্রস্তাব দেবে মধ্যস্থতাকারী যুক্তরাষ্ট্র।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here