ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্রের উৎসাহ দেওয়া বন্ধ করা উচিত: লুলা দা সিলভা

0

ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্রের উচিত হবে উৎসাহ দেওয়া বন্ধ করে শান্তি আলোচনার কথা বলা। একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়নেরও (ইইউ) শান্তি প্রতিষ্ঠার কথা বলা শুরু করা প্রয়োজন।

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা চীনে রাজধানী বেইজিংয়ে শনিবার সাংবাদিকদের এসব কথা বলেন। গত শুক্রবার চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সঙ্গে আলোচনা করতে বেইজিংয়ে যান লুলা। চীন-ব্রাজিল সম্পর্ক মেরামত করতে চান তিনি। কারণ, তার পূর্বসূরী জইর বলসোনারোর সময় দুই দেশের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়েছিল। লুলা টানাপোড়েনের অবসান ঘটিয়ে চীনের সঙ্গে মিত্রতা চান।

লুলা জানিয়েছেন, চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সঙ্গে বৈঠকে তারা ইউক্রেন প্রসঙ্গে সমমনা নেতাদের নিয়ে একটি গোষ্ঠী গঠনের বিষয়ে আলোচনা করেন। লুলা বলেন, আমার একটি তত্ত্ব আছে যেটা আমি ইতিমধ্যে ফ্রান্সের ম্যাক্রন, জার্মানির ওলাফ শলৎস ও জো বাইডেনের কাছে তুলে ধরেছি। শি জিন পিংয়ের সঙ্গেও দীর্ঘ আলোচনা হয়েছে। শান্তি প্রতিষ্ঠার পথ খুঁজতে ইচ্ছুক দেশগুলোকে নিয়ে একটি গোষ্ঠী গঠন করা দরকার। সূত্র: সিএনএন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here