ইউক্রেন যুদ্ধে জ্যেষ্ঠ চেচেন কমান্ডার আহত নাকি নিহত?

0

ইউক্রেনে যুদ্ধরত একজন চেচেন কমান্ডার আহত হয়েছেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের টেলিভিশন জেভেজদা এই খবর প্রকাশ করেছে। তবে ইউক্রেনীয় গণমাধ্যমে খবর প্রকাশ করা হয়েছে, তিনি নিহত হয়েছেন। 

খবর অনুসারে, আদম দেলিমখানভ রুশ সংসদ স্টেট ডুমার সদস্য এবং রাশিয়ার ন্যাশনাল গার্ডের চেচেন বিভাগের কমান্ডার। চেচেন নেতা রমজান কাদিরভের পর ওই অঞ্চলের তিনি দ্বিতীয় জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা।

ইউক্রেন নিয়ে রাশিয়ার সামরিক ক্যাম্পেইনে আদম দেলিমখানভ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। যুদ্ধ শুরুর পর মারিউপোলে রক্তক্ষয়ী যুদ্ধের নেতৃত্ব দেন তিনি। 

এদিকে ইউক্রেনের গণমাধ্যমে খবর প্রকাশ করা হয়েছে, আদম দেলিমখানভ দক্ষিণ ইউক্রেনে আর্টিলারি হামলায় নিহত হয়েছেন।

তবে চেচেন বাহিনীর এই নেতা আহত হয়েছেন নাকি নিহত হয়েছেন কাতারভিত্তিক সংবাদ আল জাজিরা স্বতন্ত্রভাবে তা যাচাই করতে পারেনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here