ইউক্রেন পুনর্গঠনে ৩০০ কোটি ডলারের সহায়তা দেবে ব্রিটেন

0

যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের পুনর্গঠনে ৩০০ কোটি ডলারের বেশি সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে ব্রিটেন। আগামী তিন বছর ইউক্রেনের অর্থনীতির চাকায় গতি ফেরাতে এ সহায়তা দেওয়া হবে।

ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক মঙ্গলবার এই ঘোষণা দেন।  

প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছেন, বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস বাড়াতে তিনি পৃথক ফ্রেমওয়ার্ক চালু করবেন, যাতে ইউক্রেনের ভবিষ্যতের চাহিদা মেটাতে তারা পিছপা না হন।

গত বছরের ২৪ ফেব্রুয়ারি সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ নামে আগ্রাসন শুরু করে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। এরপর ব্রিটেন দেশটিকে ৩৪ কোটি ৭০ লাখ ডলারের সহায়তা দিয়েছে। সূত্র: বিবিসি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here