ইউক্রেন-পন্থী কোনও সশস্ত্র গোষ্ঠী নয়, বরং একটি রাষ্ট্রের পক্ষ থেকেই নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইনে হামলা চালানো হয়েছিল বলে অভিযোগ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
মঙ্গলবার মস্কোয় এক বক্তব্যে আবারও সে কথা স্পষ্টভাবে জানিয়ে দেন।
ইউক্রেনের একটি সশস্ত্র গ্রুপ নর্ড স্ট্রিম পাইপলাইন ধ্বংস করেছে বলে মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট যে দাবি করেছে, সে সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে একথা বলেন ভ্লাদিমির পুতিন।
ওয়াশিংটন পোস্ট দাবি করেছে, পাইপলাইনে বিস্ফোরণ খুব সম্ভবত ইউক্রেন বা রাশিয়ার নাগরিকরা কিংবা উভয় দেশের নাগরিকদের সমন্বয়ে ঘটানো হয়েছে।
পুতিন বলেন, “এই দাবি যে সম্পূর্ণ ভ্রান্ত সে ব্যাপারে আমি নিশ্চিত। সাগরের এত গভীরে এত শক্তিশালী বিস্ফোরণ শুধুমাত্র বিশেষজ্ঞরাই চালাতে পারে এবং এ কাজে একটি দেশের গোটা শক্তির পৃষ্ঠপোষকতা নেওয়া হয়েছে।”
পাইপলাইনে বিস্ফোরণ সম্পর্কে পুতিন ক্রেমলিনের আগের অবস্থান সমর্থন করে বলেন, সাগরের গভীর তলদেশে গ্যাস পাইপলাইনে বিস্ফোরণ ঘটানোর সামর্থ্য কেবল মার্কিন সরকারের রয়েছে। সূত্র: রয়টার্স