ইউক্রেন নিয়ে পশ্চিমারা ক্লান্ত, তারা এখন ভীতি ছড়াচ্ছে

0

রাশিয়ার ফরেন ইন্টেলিজেন্স সার্ভিস বা এসভিআর-এর প্রধান সের্গেই নারিশকিন বলেছেন, ইউক্রেন সংঘাত নিয়ে পশ্চিমা দেশগুলোর জনগণের মোহভঙ্গ ঘটেছে; তারা এখন এ নিয়ে ক্লান্ত।

নারিশকিন বলেন, পশ্চিমা সরকারগুলো এখন ন্যাটোর ওপর “রাশিয়ান আক্রমণের” ভয়ঙ্কর হুমকিকে ফুলিয়ে ফাঁপিয়ে তুলে ধরে জনসমর্থন জোগাড় করার চেষ্টা করছে। রুশ বার্তা সংস্থা স্পুৎনিককে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

এসভিআর প্রধানের মতে- “যারা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির গ্যাং-কে সরলভাবে বিশাল আর্থিক সহায়তা চালিয়ে যেতে চান তাদের সংখ্যা এখন কম,  এবং কেউ এটা বুঝতে পারে না- কেন পশ্চিমা দেশগুলোর লোকজনকে ইউক্রেন ইস্যুতে কষ্ট পেতে হবে।”

তিনি বলেন, রাশিয়ার জ্বালানি আমদানিতে পশ্চিমা জোটের নিষেধাজ্ঞার কারণে গত দুই বছরে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর শিল্প-কারখানা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সাম্প্রতিক প্রতিবেদনে দেখা গেছে, ব্রিটেনের লাখ লাখ বাসিন্দা বিদ্যুতের বাড়তি বিলের সাথে নিজেদেরকে মানিয়ে নেয়ার জন্য লড়াই করছে।

সূত্র : পার্সটুডে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here