ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা করেছেন রাশিয়া, চীন, ইরান ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীবৃন্দ। বৃহস্পতিবার উজবেকিস্তানের সমরখন্দে এক বৈঠকে তারা যুদ্ধ নিয়ে আলোচনা করেন।
রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভকে চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং বলেন, ‘এই সংকট সমাধানের কোনো নিরাময়যোগ্য ঔষধ নেই।’ চীনের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, রাজনৈতিক সমাধান এবং শান্তি আলোচনা আরম্ভ করার জন্য চীন গঠনমূলক ভূমিকা পালন অব্যাহত রাখবে।
বৃহস্পতিবার ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা বলেন, ‘ক্রিমিয়াসহ ইউক্রেনের সকল শহর রাশিয়ার কাছ থেকে ফিরিয়ে নেওয়া হবে। দেশের সব সীমানা উদ্ধারের মাধ্যমে ইউক্রেনে পূর্ণ শান্তি ফিরবে। সূত্র: আল জাজিরা