রাশিয়া ইউক্রেন উত্তেজনার মাঝেই তিনদিনের সফরে চীনে গেলেন রাশিয়ার অন্যতম মিত্রদেশ বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। মঙ্গলবার একটি রাষ্ট্রীয় সফরে তিনি বেইজিংয়ে পৌঁছেছেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রেসিডেন্ট শি জিন পিংয়ের আমন্ত্রণে দেশটি সফর করছেন বেলারুশের প্রেসিডেন্ট। খবর আলজাজিরা’র।
এদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত শি জিনপিং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনেস্কির সঙ্গে কথা বলতে পারেননি। যদিও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বিভিন্ন উপলক্ষে তার কয়েকবার কথা হয়েছে। এমনকি এসসিও সম্মেলনে দুজনের সরাসরি কথাও হয়।
ইউক্রেন যুদ্ধ নিয়ে আশঙ্কা করা হচ্ছিল যে রাশিয়া আবার বেলারুশের মাটি ব্যবহার করে আক্রমণ চালাতে পারে, অথবা বেলারুশের সেনারা যুদ্ধে যোগ দেবেন। চলতি মাসের শুরুর দিকে মস্কো সফরের আগপর্যন্ত আলেকজান্ডার লুকাশেঙ্কো দাবি করে আসছিলেন, যতক্ষণ না তার দেশ আক্রমণের শিকার হয়, ততক্ষণ ইউক্রেনে তার দেশের সেনা পাঠানোর ‘কোনো সুযোগই’ নেই।
উল্লেখ্য, রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র চীন সম্প্রতি ইউক্রেন যুদ্ধ থামাতে শান্তি প্রস্তাব দিয়েছে। তবে তা প্রত্যাখান করেছে পশ্চিমারা। অন্যদিকে দেশটির ওপর রাশিয়াকে অস্ত্র সহায়তার পরিকল্পনার অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র।