ইউক্রেন ইস্যুতে রাশিয়াকে সমর্থনের আশ্বাস চীনা প্রতিরক্ষামন্ত্রীর

0

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী শোইগুর সঙ্গে প্রথম আলোচনায় চীনের নতুন প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, ইউক্রেন ইস্যুতে বেইজিং রাশিয়াকে সমর্থন দিচ্ছে এবং পশ্চিমারা আমাদের থামাতে পারবে না।

চীনের প্রতিরক্ষামন্ত্রী বলেন, সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্র ও পশ্চিমারা রাশিয়াকে বিচ্ছিন্ন করে ফেলছে। আমরা সবকিছু বুঝতে পারছি এবং ইউক্রেন ইস্যুতে সমর্থন দিয়ে ন্যায়বিচারকে দৃঢ়ভাবে সমর্থন করছি।

ডং জুন বলেন, তারা চীন-রাশিয়ার স্বাভাবিক সহযোগিতা ঠেকাতে পারবে না।

রুশ প্রতিরক্ষামন্ত্রী  শোইগু বলেন, নতুন চীনা মন্ত্রী মস্কোতে পড়াশোনা করেছেন। নিয়োগের পর এটিই তার প্রথম আন্তর্জাতিক যোগাযোগ।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি শুরু হওয়া ইউক্রেন সংঘাতকে মস্কো রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা প্রক্সি যুদ্ধের অংশ হিসেবে দেখছে। রাশিয়ার অভিযোগ, বিশ্বমঞ্চে মার্কিন আধিপত্য রক্ষার প্রয়াসে এটি পরিচালিত হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here