ইউক্রেনে ‘রিঅ্যাসিওরেন্স ফোর্স’-এ অংশ নিতে প্রস্তুত তুরস্ক

0
ইউক্রেনে ‘রিঅ্যাসিওরেন্স ফোর্স’-এ অংশ নিতে প্রস্তুত তুরস্ক

রাশিয়ার সঙ্গে শান্তি চুক্তি হওয়ার পর ইউক্রেনে নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে একটি ‘রিঅ্যাসিওরেন্স ফোর্স’ গঠনের প্রস্তাব উঠেছে। 

বৃহস্পতিবার তুরস্ক জানিয়েছে, তারা এ বাহিনীতে অংশ নিতে প্রস্তুত রয়েছে। 

আঙ্কারা থেকে ফরাসি গণমাধ্যম এএফপি জানায়, তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, দেশটির সশস্ত্র বাহিনী এই অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে যেকোনো উদ্যোগে অবদান রাখতে প্রস্তুত।

মন্ত্রণালয় আরও বলেছে, প্রথমত, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে একটি যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করতে হবে। এরপর একটি মিশনের কাঠামো নির্ধারণ করতে হবে, যেখানে লক্ষ্যসমূহ স্পষ্টভাবে সংজ্ঞায়িত থাকবে এবং প্রতিটি দেশের ভূমিকা নির্ধারিত হবে।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ গত মঙ্গলবার একটি নতুন যৌথ টাস্ক ফোর্স ঘোষণা করেছেন। এর উদ্দেশ্য হলো—বহুজাতিক ‘রিঅ্যাসিওরেন্স ফোর্স’-এর রূপরেখা তৈরি করা। এটি যুদ্ধবিরতির পর ‘প্রতিরক্ষার দ্বিতীয় ধাপ’ হিসেবে প্রস্তাব করা হবে।

তিনি আরও বলেন, তুরস্কের ঘনিষ্ঠ সম্পৃক্ততায় এটি ফ্রান্স ও গ্রেট ব্রিটেনের নেতৃত্বে পরিচালিত হবে। এতে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রেরও অংশগ্রহণ থাকবে।

ন্যাটোতে দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী থাকা তুরস্ক এর আগেও জানিয়েছিল, প্রয়োজন হলে তারা ইউক্রেনে শান্তিরক্ষী মিশনের অংশ হিসেবে সেনা মোতায়েন করতে প্রস্তুত।

সূত্র : এএফপি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here