ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লিমেনকো বলেছেন, বৃহস্পতিবার কুপিয়ানস্কের কাছে একটি মুদি দোকানে রুশ হামলায় অন্তত ৫১ জন নিহত হয়েছেন।
খার্কিভ অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান ওলেহ সিনিহুবভ জানিয়েছেন, স্থানীয় সময় দুপুর ১টার পর রুশ বাহিনী কুপিয়ানস্ক জেলার হরোজা গ্রামে একটি ক্যাফে ও দোকানে গোলাবর্ষণ করে।
২০২২ সালের শুরুর দিকে ক্রামাতোর্ক রেলওয়ে স্টেশনে হামলার পর ইউক্রেনের বেসামরিক জনগণের বিরুদ্ধে এই হামরাটি সবচেয়ে প্রাণঘাতী বলে মনে হচ্ছে।