ইউক্রেনে রাতভর বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা রাশিয়ার

0
ইউক্রেনে রাতভর বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা রাশিয়ার

পোল্যান্ড সীমান্তের কাছে ইউক্রেনের লাভিভ অঞ্চলে শনিবার রাতভর বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে রিপোর্ট লেখা পর্যন্ত পাঁচজন নিহতের খবর পাওয়া গেছে।

এদিকে, ন্যাটো সদস্য পোল্যান্ড জানিয়েছে, রাশিয়া ইউক্রেনে বিমান হামলা শুরুর পর রবিবার ভোরে তারা তাদের বিমান নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিমান মোতায়েন করেছে। 

পোল্যান্ডের অপারেশনাল কমান্ড এক্স-এ একটি পোস্টে বলেছে, “পোলিশ এবং মিত্র বিমানগুলো আমাদের আকাশসীমায় কাজ করছে, একইসময় স্থলভিত্তিক বিমান প্রতিরক্ষা এবং রাডার রিকনেসান্স সিস্টেমগুলোকে সর্বোচ্চ প্রস্তুতির স্তরে আনা হয়েছে।”

শনিবার রাতে কয়েক ঘণ্টা ধরে পুরো ইউক্রেন বিমান হামলার সতর্কতার অধীনে ছিল। ইউক্রেনের বিমান বাহিনী লাভিভ অঞ্চলে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার সবচেয়ে ভয়াবহ সতর্কতা জারি করেছিল।

পোল্যান্ড সীমান্ত থেকে প্রায় ৭০ কিলোমিটার (৪৩ মাইল) দূরে অবস্থিত পশ্চিম ইউক্রেনীয় শহর লাভিভের মেয়র আন্দ্রি সাদোভি জানিয়েছেন, শহরের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রথমে একটি ড্রোন এবং তারপরে একটি রাশিয়ান ক্ষেপণাস্ত্র আক্রমণ প্রতিহত করার জন্য কঠোরভাবে নিযুক্ত ছিল। রবিবার সকাল সাড়ে সাতটা পর্যন্ত শহরের কিছু অংশ বিদ্যুৎবিহীন ছিল এবং গণপরিবহন রিপোর্ট লেখা পর্যন্ত চালু হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বোমা হামলার শব্দ চারদিক থেকে শোনা যাচ্ছিল।

টেলিগ্রামে আঞ্চলিক গভর্নর ইভান ফেডোরভ জানিয়েছেন, শনিবার রাতে জাপোরিঝিয়া শহরে হামলায় একজন নিহত এবং নয়জন আহত হয়েছেন।

ফেডোরভ বলেন, “অ্যাপার্টমেন্ট ব্লক এবং ব্যক্তিগত বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, গাড়ি পুড়ে গেছে, জানালা উড়ে গেছে।” সূত্র: রয়টার্স

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here