ইউক্রেনে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সেনা পাঠানোর প্রস্তাব প্রত্যাখ্যান করেছে মার্কিন নেতৃত্বাধীন বিশ্বের সবচেয়ে বড় সামরিক জোট ন্যাটো।
এর আগে এক বৈঠকে কিয়েভে সেনা মোতায়েনের প্রস্তাব করেন ম্যাক্রোঁ।
গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, সাম্প্রতিক সময়ে ইউক্রেনে বেশ সাফল্য পাচ্ছে রুশ সেনারা। অন্যদিকে নিজেদের যুদ্ধ রসদে টান পড়ায় বারবার পশ্চিমা মিত্রদের দ্বারস্থ হচ্ছে কিয়েভ।
রাশিয়ার হামলা ইস্যুকে সামনে রেখে এর আগে সোমবার ইউক্রেনে সেনা পাঠানোর বিষয়ে প্রস্তাবনা দিয়েছিলেন প্রেসিডেন্ট ম্যাক্রোঁ। তবে এ প্রস্তাবে রাজি হয়নি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জার্মিনসহ বেশ কয়েকটি ন্যাটোভুক্ত দেশ।
ম্যাক্রোঁ এক সংবাদ সম্মেলনে বলেন, নিরাপত্তার প্রয়োজনে সেখানে (ইউক্রেনে) সেনা মোতায়েনের বিষয়টি বাদ দেওয়া উচিত নয়।
তিনি আরও বলেন, ইউক্রেনে সেনা পাঠানোর বিষয়ে কোনও ঐক্যমত হয়নি, তবে বিষয়টি উড়িয়ে দেওয়া যায় না। সূত্র: বিবিসি