ইউরোপীয় ইউনিয়নের ৫৫০০ কোটি ডলারের সহায়তা প্যাকেজ আটক দিল হাঙ্গেরি। দেশটির বিরোধিতায় আপাতত এ সহায়তা প্যাকেজে পাচ্ছে না যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন।
বৃহস্পতিবার রাতে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান প্রস্তাবে ভেটো দেন।
সম্মেলনে জর্জিয়াকে ইইউ প্রার্থীর মর্যাদা দেওয়া হয়। ইউক্রেন ও মালডোভার সদস্যপদ বিষয়ে আলোচনা শেষ হওয়ার পরপরই কিয়েভে সহায়তা প্রস্তাবে ভেটো দেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী।
এর ফলে আপাতত ইইউর সহায়তা পাচ্ছে না ভলোদিমির জেলেনস্কি। বিষয়টি আগামী বছরের শুরুতে আবার আলোচনায় আসতে পারে বলে জানিয়েছেন ইইউ নেতারা।
ইউক্রেনে রুশ হামলা শুরুর পর থেকেই ইইউ ও যুক্তরাষ্ট্রের সহায়তার উপর নির্ভর করে এগিয়েছে দেশটি। এর আগে ইউক্রেনের জন্য সহায়তা তহবিল আটকে দিয়েছিল মার্কিন সিনেট। এরপর ইইউর সহায়তা আটকে গেল।
রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রেখে চলা হাঙ্গেরি দীর্ঘদিন ধরে ইউক্রেনের সদস্যপদের বিরোধিতা করে আসছে। তবে সদস্য করে নেওয়ার আনুষ্ঠানিক আলোচনা শুরুর পদক্ষেপে ভেটো দেয়নি হাঙ্গেরি।
সদস্যপদ বিষয়ে আলোচনার সিদ্ধান্তকে ‘জয়’ বলে স্বাগত জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি।
অন্যদিকে সহায়তার বিরোধিতা বিষয়ে ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুট বলেন, আমাদের কাছে এখনও কিছু সময় আছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইউক্রেনের অর্থের সংকট হবে না। আমরা ২৬টি দেশ একমত হয়েছি। আমি মোটামুটি আত্মবিশ্বাসী যে আগামী বছরের শুরুর দিকে একটি চুক্তি হতে পারে।
ইউক্রেন মরিয়া হয়ে ছয় হাজার ১০০ কোটি ডলার মার্কিন প্রতিরক্ষা সহায়তা প্যাকেজের অনুমোদন চাইছে। এটি ডেমোক্র্যাট ও রিপাবলিকান আইনপ্রণেতাদের মধ্যে বড় ধরনের মতবিরোধের কারণে আটকে আছে। যা শিগগিরই আবার আলোচনায় উঠতে পারে। সূত্র: বিবিসি