ইউক্রেনের ল্যান্ডিং ফোর্সসহ স্পিডবোট ডুবিয়ে দিয়েছে রাশিয়ার যুদ্ধবিমান

0

রাশিয়ার সামরিক বাহিনী ইউক্রেনের ল্যান্ডিং ফোর্সসহ চারটি স্পিডবোট ধ্বংস করে দিয়েছে। এসব স্পিডবোটে করে ইউক্রেনের সেনারা ক্রিমিয়া উপদ্বীপের পশ্চিম এলাকায় অবতরণ করার চেষ্টা করছিল।

সোমবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যের বরাত দিয়ে রাশিয়া টুডে জানিয়েছে, ধ্বংস হওয়া স্পিডবোটগুলো আমেরিকার তৈরি।

গত সপ্তাহেও রাশিয়ার সামরিক বাহিনী ইউক্রেনের সেনাদের কয়েকটি অবতরণ-প্রচেষ্টা নস্যাৎ করে দিয়েছে। এর মধ্যে গত বুধবার রাশিয়ার সামরিক বাহিনী জানিয়েছিল যে, তারা ওইদিনও চারটি স্পিডবোট ডুবিয়ে দিয়েছে।

সূত্র : পার্সটুডে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here