পশ্চিম ইউক্রেনের লভিভ শহরের একটি আবাসিক ভবনে রকেট হামলা চালিয়েছে রাশিয়া বলে দাবি করেছেন স্থানীয় মেয়র আন্দ্রিয়ে সাদোভি। তিনি বলেছেন, এই হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। গুরুতর একজনসহ মোট নয়জন আহত হয়েছেন। আশঙ্কা করা হচ্ছে ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকা পড়েছেন। খবর আল জাজিরার।
মেয়র আন্দ্রি সাদোভি বলেছেন, এতে আরও আটজন আহত হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক। আশংকা করা হচ্ছে, ধ্বংসাবশেষের নিচে আরো অনেকে আটকা পড়ে আছে, থাকতে পারে মৃতদেহও। আঞ্চলিক প্রধান মাকসিক কজিতস্কি বলেন, শহরের একটি গুরুত্বপূর্ণ স্থাপনা হামলার শিকার হয়েছে। তবে তিনি এ নিয়ে বিস্তারিত আর কোনো তথ্য দেননি। অন্যদিকে, রুশ বাহিনীও তাদের এ হামলা নিয়ে এখন পর্যন্ত মুখ খোলেনি।