ইউক্রেনের বেশ কয়েকটি সামরিক বিমানঘাঁটির বিমান, বোমা ও গোলাবারুদের ডিপো লক্ষ্য করে হামলা চালিয়েছে রাশিয়া।
শনিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, রাশিয়ার বিভিন্ন অংশের এনার্জি অবকাঠামোকে লক্ষ্য করে ৩৩টি ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন।
রাশিয়ান মন্ত্রণালয় জানিয়েছে, কুরস্ক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলার চেষ্টার সময় একটি ড্রোন গুলি করে নামানো হয়। আরেকটি ড্রোন ইউক্রেন সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলে একটি গ্যাস পাইপলাইন ক্ষতিগ্রস্ত করেছে। সূত্র: আনাদোলু এজেন্সি