ইউক্রেনের দোনেৎস্ক শহরের কাছে ইউক্রেনীয় বাহিনীর ড্রোন হামলায় রাশিয়ার সংবাদপত্র ইজভেস্তিয়ার এক সংবাদকর্মী নিহত হয়েছেন। শনিবার ইজভেস্তিয়া কর্তৃপক্ষ এমন তথ্য জানিয়েছে। দৈনিক সংবাদপত্রটির টেলিগ্রাম চ্যানেলে বলা হয়েছে, ‘ইজভেস্তিয়ার ফ্রিল্যান্স প্রতিনিধি আলেক্সান্দার মারতেমিয়ানভকে বহনকারী একটি বেসামরিক গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনীয় সেনাবাহিনী। যোগাযোগের সুনির্ধারিত ক্ষেত্র থেকে অনেকটাই দূরে ছিল গাড়িটি।’
ইজভেস্তিয়া কর্তৃপক্ষ বলেছে, গাড়িটি রাশিয়া–নিয়ন্ত্রিত দোনেৎস্ক অঞ্চলের প্রধান শহর দোনেৎস্ক এবং উত্তরের হরলিভকা শহরকে সংযোগকারী একটি হাইওয়ে দিয়ে ভ্রমণ করছিল। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা মন্ত্রণালয়টির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিক্রিয়ায় এই ঘটনার নিন্দা জানিয়েছেন। একে ‘ইচ্ছাকৃত হত্যাকাণ্ড’ বলে উল্লেখ করেছেন তিনি।
জাখারোভা এই ঘটনাকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সরকারের ধারাবাহিকভাবে চালানো রক্তাক্ত নৃশংসতারই আরেক জঘন্য দৃষ্টান্ত বলে উল্লেখ করেছেন। জাখারোভার অভিযোগ, জেলেনস্কি সরকার তাদের মতাদর্শিক বিরোধীদের নির্মূল করতে প্রকাশ্যে বিভিন্ন সন্ত্রাসী কায়দা ব্যবহার করে থাকে।
এর আগে নিউইয়র্কভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টসের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে রাশিয়া পুরোদমে অভিযান শুরু করার পর এই পর্যন্ত কমপক্ষে ১৫ জন সাংবাদিক নিহত হয়েছেন।
রাশিয়ার বার্তা সংস্থা আরআইএ বলেছে, মারতেমিয়ানভের সঙ্গে ওই গাড়িতে তাঁদের দুজন প্রতিনিধি ভ্রমণ করছিলেন। তাঁরা এই ঘটনায় আহত হয়েছেন। দোনেৎস্কে স্থানীয় একটি প্রকাশনার সঙ্গে যুক্ত দুই সাংবাদিকও আহত হয়েছেন।
সোর্সঃ CNN