নতুন ঋণ কর্মসূচির আওতায় ইউক্রেনকে ৮২০ কোটি ডলারের কর্মসূচির বিষয়ে প্রাথমিক সম্মতিতে পৌঁছেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। স্থানীয় সময় বুধবার (২৬ নভেম্বর) সংস্থাটি জানায়, কিয়েভকে ৪৮ মাস মেয়াদে এই সহায়তা দেওয়া হবে।
আইএমএফ জানিয়েছে, নতুন একটি কর্মসূচির অনুরোধের প্রেক্ষিতে তাদের একটি প্রতিনিধিদল গত ১৭ থেকে ২১ নভেম্বর পর্যন্ত ইউক্রেনের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে। আলোচনার পর বর্ধিত তহবিল সুবিধার (ইএফএফ) আওতায় ৪৮ মাস মেয়াদি এই ঋণ কর্মসূচিতে প্রাথমিক স্তরে কর্মকর্তারা একমত হয়েছেন।
আইএমএফ উল্লেখ করেছে, রাশিয়ার যুদ্ধ ইউক্রেনের জনগণ ও অর্থনীতির ওপর ব্যাপক প্রভাব ফেলছে। সংস্থাটি জানায়, তা সত্ত্বেও দেশটির কর্তৃপক্ষ সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে, ঋণের স্থায়িত্ব এবং বাহ্যিক কার্যকারিতা পুনরুদ্ধারে দৃঢ়প্রতিজ্ঞ। এ ছাড়া তারা দুর্নীতি দমন এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানসহ বিভিন্ন খাতে সুশাসন প্রতিষ্ঠায়ও প্রতিশ্রুতিবদ্ধ।
সফরের নেতৃত্বদানকারী আইএমএফ কর্মকর্তা গ্যাভিন গ্রে এক বিবৃতিতে বলেছেন, এই কর্মসূচি ইউক্রেনের অর্থায়ন ঘাটতি পূরণে সহায়তা করবে। ২০২৬-২০২৯ সময়কালের জন্য মোট অর্থায়ন ঘাটতি প্রায় ১৩৬ দশকি ৫ বিলিয়ন ডলার হিসাবে গণনা করা হয়েছে।
সংস্থাটি জোর দিয়ে বলেছে, ইউক্রেনের সঙ্গে সম্পৃক্ত থাকতে আইএমএফ প্রতিশ্রুতিবদ্ধ। দাতাদের কাছ থেকে পর্যাপ্ত অর্থায়নের আশ্বাস এবং পূর্বনির্ধারিত শর্তগুলো পূরণ হওয়ার পর নতুন এই কর্মসূচিটি অনুমোদনের জন্য আইএমএফের নির্বাহী বোর্ডে উপস্থাপন করা হতে পারে।
আইএমএফ আরও জানিয়েছে, তারা একটি টেকসই শান্তি প্রতিষ্ঠার সব ধরনের প্রচেষ্টাকে স্বাগত জানায়। যুদ্ধের সমাধানের অগ্রগতির ওপর নির্ভর করে প্রতিটি পর্যালোচনার সময় প্রয়োজন অনুযায়ী কর্মসূচিটি পুনর্নির্ধারণ করা হবে।
এদিকে ইউক্রেনীয় কর্মকর্তারা বলেছেন, ক্ষতিপূরণ ঋণসহ অন্যান্য অংশীদারদের কাছ থেকে অর্থায়ন পাওয়ার জন্য একটি আইএমএফ প্রোগ্রাম গুরুত্বপূর্ণ। মস্কোর যুদ্ধের চতুর্থ বছরে ইউক্রেন বেশিরভাগ রাজস্ব রাশিয়ান বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে ব্যয় করেছে।
ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া সভিরিডেনকো বলেন,যুদ্ধের পর চুক্তিটি হওয়ায় তার দেশের অর্থনীতি স্থিতিশীল বলে প্রমাণিত হয়েছে। তিনি সংস্কার চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন এবং আগামী বছরের বাজেট পাসে সহায়তার আহ্বান জানান।

