ইউক্রেনকে মার্কিন অস্ত্র সহায়তা যুদ্ধকে দীর্ঘতর করবে : রাশিয়া

0

রাশিয়ার সঙ্গে যুদ্ধরত ইউক্রেনকে কয়েক বিলিয়ন ডলারের সামরিক সহায়তা অব্যাহত রাখার ব্যাপারে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন আমেরিকার নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আনাতোলি আন্তোনোভ। 

সতর্ক করে দিয়ে রুশ রাষ্ট্রদূত বলেছেনে, ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়ার ঘটনায় কেবল সংঘাতই যে দীর্ঘতর হবে না তা নয় বরং চলমান পরিস্থিতিতে অর্থবহ কোনো পরিবর্তনও আসবে না।

আমেরিকা এবং তার ইউরোপীয় মিত্ররা ইউক্রেনকে সামরিক অস্ত্রশস্ত্র পাঠিয়ে রাশিয়ার ওপর চাপ সৃষ্টি করে। এর ফলে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধের আগুনে ঘি ঢালে ইউরোপ আমেরিকা। 

রুশ রাষ্ট্রদূত আনাতোলি আন্তোনোভ বলেছেন, ২০২৪ সালের মার্কিন সামরিক বাজেটের পরিসংখ্যান সম্প্রতি প্রকাশিত হয়েছে। ওই পরিসংখ্যানে দেখা গেছে অস্ত্রের উৎপাদন ব্যাপকভাবে বৃদ্ধি করা হয়েছে এবং ইউক্রেনের ক্ষয়িষ্ণু যুদ্ধেও সহস্র কোটি ডলার ভর্তুকি দিয়েছে। ২০২৪ সালের বাজেটে আমেরিকা তাদের প্রতিরক্ষা খাতে ৩ দশমিক ২ শতাংশ বৃদ্ধি করেছে। মার্কিন সামরিক বাজেট ৮৪ হাজার ২০০ কোটি ডলারে উন্নীত করেছে। ইউক্রেনকেও ৬ হাজার কোটি ডলার সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

রুশ এই কূটনীতিক আরও বলেন, ন্যাটো এবং আমেরিকার উন্নত বহু অস্ত্র অচিরেই কিয়েভের হাতে পৌঁছাবে। যার ফলে যুদ্ধ ও সংঘাতই দীর্ঘতর হবে। এইসব অস্ত্র ইউক্রেনের সেনাদের সামরিক পরিস্থিতিতে কোনো পরিবর্তন আনবে না বলেও মন্তব্য করেন তিনি।

সূত্র : তাস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here