ইউক্রেনকে নিরাপত্তা নিশ্চয়তা দেবে যুক্তরাষ্ট্র, ট্রাম্পের প্রতিশ্রুতি

0
ইউক্রেনকে নিরাপত্তা নিশ্চয়তা দেবে যুক্তরাষ্ট্র, ট্রাম্পের প্রতিশ্রুতি

রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ হলে ইউক্রেনকে নিরাপত্তার নিশ্চয়তায় ভূমিকা রাখবে যুক্তরাষ্ট্র।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে এই প্রতিশ্রুতি দিয়েছেন।

তবে তিনি স্পষ্ট করেছেন, ইউক্রেনের জন্য নিরাপত্তা নিশ্চয়তা মূলত ইউরোপীয় দেশগুলো দেবে, যুক্তরাষ্ট্র সেখানে ‘সমন্বয়কারীর’ ভূমিকায় থাকবে।

সোমবার অনুষ্ঠিত বৈঠকের পর ট্রাম্প বলেন, ইউরোপ ইউক্রেনকে সুরক্ষা দিতে এগিয়ে আসবে এবং যুক্তরাষ্ট্র তাদের এ উদ্যোগে সহায়তা করবে। তবে কী ধরনের নিরাপত্তা নিশ্চয়তা দেওয়া হবে এবং কতটা কার্যকর হবে— তা এখনও স্পষ্ট নয়।

এদিকে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ জানান, রাশিয়া নাকি ন্যাটোর অনুচ্ছেদ–৫-এর মতো নিরাপত্তা নিশ্চয়তায় সম্মত হয়েছে। 

ন্যাটোর ওই ধারায় বলা আছে, কোনও এক সদস্য রাষ্ট্রের ওপর আক্রমণ মানেই তা সবার ওপর আক্রমণ। তবে ট্রাম্প জানিয়েছেন, সোমবারের বৈঠকে এ প্রসঙ্গ ওঠেনি।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, আগামী ১০ দিনের মধ্যেই নিরাপত্তা নিশ্চয়তা বিষয়ে সমঝোতা লিখিত আকারে চূড়ান্ত হবে। এ নিশ্চয়তার অংশ হিসেবে ইউক্রেন প্রায় ৯০ বিলিয়ন ডলারের (প্রায় ৬৬ বিলিয়ন পাউন্ড) মার্কিন অস্ত্র কেনার চুক্তিও করছে। সূত্র: রয়টার্স, বিবিসি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here