ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের তৈরি করা যুদ্ধ বিমান এফ-১৬ সরবরাহ করলে তাতে যুদ্ধের ফল বদলাবে না, তবে সংঘাত আরো দীর্ঘায়িত হবে বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
বেশ কয়েকটি দেশ ইউক্রেনকে অস্ত্র ও যুদ্ধ সরঞ্জাম সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েছে। তার মধ্যে এফ-১৬ যুদ্ধ বিমান দেওয়ার প্রতিশ্রুতিও আছে। সেই সাথে বিমান চালানোর প্রশিক্ষণও দেওয়া হবে ইউক্রেনের সামরিক বাহিনীকে।
পুতিন আরো মনে করেন, সব সম্পদ ও সরঞ্জাম ফুরিয়ে যাওয়ার পরই ইউক্রেন শান্তি আলোচনায় বসতে রাজি হবে।
সূত্র: আল জাজিরা