রাশিয়ার বিপক্ষে যুদ্ধে টিকে থাকতে ইউক্রেনকে আবারও বিপুল অংকের সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।
এই প্যাকেজের আওতায় আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির সরঞ্জামসহ ট্যাংক-বিধ্বংসী অস্ত্রও রয়েছে। নতুন এই সহায়তা প্যাকেজের পরিমাণ ৩২৫ মিলিয়ন মার্কিন ডলার।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এক বিবৃতিতে বলেছেন, এই সহায়তা প্যাকেজটির মাধ্যমে ৩২৫ মিলিয়ন ডলার মূল্যের মার্কিন অস্ত্র ও সরঞ্জাম ইউক্রেনকে সরবরাহ করা হবে।
তিনি বলেছেন, এই প্যাকেজে গুরুত্বপূর্ণ আকাশ প্রতিরক্ষার সক্ষমতা বৃদ্ধির সরঞ্জাম, উচ্চ গতিশীল আর্টিলারি রকেট সিস্টেমের জন্য অতিরিক্ত যুদ্ধাস্ত্র, আর্টিলারি রাউন্ড, অ্যান্টি-ট্যাংক অস্ত্র, সাঁজোয়া যান এবং অন্যান্য সরঞ্জাম অন্তর্ভুক্ত রয়েছে।
এএফপি বলছে, নতুন এই সহায়তার মধ্যে ২৫টি সাঁজোয়া যানও অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে ১৫টি ব্র্যাডলি ইনফ্যান্ট্রি ফাইটিং ভেহিকেল ও ছয়টি স্ট্রাইকার পারসোনেল ক্যারিয়ার রয়েছে এবং ২২ মিলিয়নেরও বেশি রাউন্ড ছোট অস্ত্রের গোলাবারুদ ও গ্রেনেডও থাকছে এই প্যাকেজে।
নতুন প্যাকেজটি রাশিয়ান সৈন্যদের বিরুদ্ধে ইউক্রেনের পাল্টা আক্রমণে সহায়তা করবে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
উল্লেখ্য, গত বছরের ২৪ ফেব্রুয়ারি সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরই মধ্যে দেশটির কয়েকটি অঞ্চল দখল করে নিয়েছে রুশ বাহিনী। সূত্র: রয়টার্স