যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি)-এর ৮৩ শতাংশ কর্মসূচি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
সোমবার এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসেই ইউএসএআইডি ভেঙে দেওয়ার পরিকল্পনা নেন। সংস্থাটিতে ব্যাপক কাটছাঁটের তদারকির দায়িত্বে রয়েছেন টেসলার মালিক ধনকুবের ইলন মাস্ক।
রুবিও জানান, ছয় সপ্তাহের পর্যালোচনার পর ৫ হাজার ২০০টি চুক্তি বাতিল করা হয়েছে, যেখানে কয়েক দশক ধরে বিলিয়ন ডলার ব্যয় হয়েছে। এসব প্রকল্পের অনেক কিছুই আমেরিকার জাতীয় স্বার্থের পরিপন্থী ছিল বলে দাবি তার।
১৯৬১ সালে প্রেসিডেন্ট জন এফ কেনেডি ইউএসএআইডি প্রতিষ্ঠা করেন। বর্তমানে সংস্থাটির বার্ষিক বাজেট প্রায় ৪০ বিলিয়ন ডলার। ইউএসএআইডি’র সহায়তা বন্ধ হলে বিশ্বজুড়ে দরিদ্র জনগোষ্ঠী ক্ষতির মুখে পড়বে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। সূত্র: আল-জাজিরা