ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) যদি বুদাপেস্টের সম্মতি ছাড়া এবং ইউরোপীয় আইন লঙ্ঘন করে জব্দ রুশ সম্পদ বাজেয়াপ্ত করার কোনো পদক্ষেপ নেয়, তবে তা যুদ্ধ ঘোষণার সমান হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান।
গত সপ্তাহে, ইইউ জরুরি ক্ষমতা ব্যবহার করে সদস্য রাষ্ট্রগুলোর সর্বসম্মত সমর্থন ছাড়াই অনির্দিষ্টকালের জন্য রুশ কেন্দ্রীয় ব্যাংকের সম্পদ জব্দ রাখার পক্ষে ভোট দিয়েছে। কিছু সদস্য রাষ্ট্রের আপত্তি সত্ত্বেও এই সিদ্ধান্ত নেওয়া হয়।
ইউরোপীয় কমিশনের প্রধান, উরসুলা ভন ডার লেন ২৪৬ বিলিয়ন ডলার মূল্যের এই রুশ সম্পদ ইউক্রেনকে ক্ষতিপূরণ ঋণ হিসেবে দেওয়ার জন্য ব্যবহার করতে চান। হাঙ্গেরি ও স্লোভাকিয়াসহ বেশ কয়েকটি দেশ এই পরিকল্পনার বিরোধিতা করছে। রাশিয়াও এই সম্পদ জব্দকে অবৈধ বলে নিন্দা জানিয়েছে এবং এটিকে চুরি আখ্যা দিয়ে অর্থনৈতিক ও আইনি পরিণতির হুঁশিয়ারি দিয়েছে।
শনিবার এক সোশ্যাল মিডিয়া পোস্টে প্রধানমন্ত্রী অরবান বলেন, ইইউ কর্মকর্তারা হাঙ্গেরিকে এড়িয়ে এবং প্রকাশ্য দিবালোকে ইউরোপীয় আইনকে এড়িয়ে জব্দ করা রুশ সম্পদ বাজেয়াপ্ত করার চেষ্টা করছেন, যা যুদ্ধ ঘোষণার শামিল।
তিনি ব্রাসেলসকে সংঘাতকে আরও উসকে দেওয়ার জন্য অভিযুক্ত করে বলেন যে হাঙ্গেরি এই বিকৃত পরিকল্পনায় অংশ নেবে না। অরবান আরও মন্তব্য করেন, আমি কখনও দেখিনি যে কোনো দেশ থেকে ২০০ থেকে ৩০০ বিলিয়ন ইউরো বাজেয়াপ্ত করা হলো এবং তার কোনো প্রতিক্রিয়া আসলো না।
সূত্র: আরটি

