ইউরোপীয় ইউনিয়নের নেতাদের কাছে দ্রুত আধুনিক অস্ত্র সরবরাহের আহ্বান জানিয়েছেন প্রসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। অন্যথায় তার দেশে রাশিয়ার যুদ্ধ সুদীর্ঘ হবে বলে মন্তব্য করেছেন তিনি। ইতোমধ্যে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ ১ বছর এক মাস পার হয়েছে।
আল জাজিরার খবরে বলা হয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইইউ নেতাদের কাছে আধুনিক অস্ত্র বিশেষ করে যুদ্ধবিমান এবং দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র চেয়েছেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট তার দেশে ১০ লাখ আর্টিলারি শেল প্রেরণে ইইউর সিদ্ধান্তকে স্বাগত জানান। তবে একই সময় তিনি ক্ষেপণাস্ত্র দাবি করেন যার মাধ্যমে তার বিশ্বাস, রাশিয়ার সেনাদের দূরে তাড়িয়ে দেওয়া সম্ভব হবে।