ইংল্যান্ডে স্বামীর হাতে সন্তানের সামনে খুন হলেন বিশ্বনাথের মেয়ে শিউলী

0

ইংল্যান্ডের ব্রাডফোর্ড শহরে হত্যার শিকার হয়েছেন বাংলাদেশি গৃহবধূ কুলসুম আক্তার শিউলী(২৭)। ৬ এপ্রিল বিকালে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটান স্বামী হাবিবুর রহমান মাসুম(২৫)।

জানা যায়, রোজা রেখে ইফতার করার সুযোগও পায়নি কুলসুম আক্তার শিউলী। নিজের ৫ মাস বয়সী সন্তানের সামনেই ছুরিকাঘাত করে হত্যা করেছে স্বামী হাবিবুর রহমান মাসুম। 

শনিবার বিকালে ইফতারের আগে খাবার কেনার জন্য সন্তানকে নিয়ে ব্রাডফোর্ডে একটি দোকানে যাওয়ার সময় স্বামী ছুরিকাঘাত করে শিউলীকে। ২৫ বছরের মাসুম স্ত্রীকে নির্মম ভাবে ছুরিকাঘাত করে হত্যা করে পালাতক রয়েছে। ব্রিটিশ পুলিশ খুঁজছে মাসুমকে। এরই মধ্যে তার ছবি প্রকাশ করেছে ব্রিটিশ পুলিশ। 

স্থানীয়রা জানান, হাবিবুর মাসুম তার স্ত্রীকে চারবার গলায় ছুরিকাঘাত করে। স্বামীর ছুরিকাঘাতেই মৃত্যুর কোলে ঢোলে পড়ে অসহায় স্ত্রী। স্ত্রীর মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় হাবিবুর মাসুম। 

এদিকে, স্থানীয় এক দোকানদার জানান, যে নারীকে হত্যা করা হয়েছে সে তার দোকান থেকে নিয়মিত পণ্য কিনতো। সে যখন শনিবার কাজ করছিলো তখন তার দোকানের পাশে চিৎকার শুনে বের হন। এ সময় দেখেন সেই নারী রাস্তায় রক্তাক্ত হয়ে পড়ে রয়েছে। আর তার পাশেই ছিলো পাঁচ মাস বয়সী শিশুটির পুশ চেয়ার। এ সময় রাস্তা দিয়ে একজন ডাক্তার যাচ্ছিলেন, যে ওই নারীকে বাঁচানোর চেষ্টা করেন। 

কারও সাথে মাসুমের যোগাযোগ থাকলে বা মাসুমকে যদি কেউ দেখে থাকেন তাহলে তা পুলিশকে জানানোর অনুরোধ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here