আফগানিস্তানের অলরাউন্ডার রশিদ খান টানা খেলে চলেছেন। রয়েছে হালকা চোটও। এক দিনের বিশ্বকাপের আগে তার পর্যাপ্ত বিশ্রাম প্রয়োজন। তাই ইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেড’ থেকে সরে দাঁড়ালেন রশিদ।
বাংলাদেশ সফরের পর আমেরিকায় গিয়েছিলেন রশিদ। এ বছর শুরু হওয়ায় মেজর লিগ ক্রিকেটে খেলেছেন এমআই নিউ ইয়র্কের হয়ে। ফাইনালে ৯ রানে ৩ উইকেট নিয়ে দলকে প্রথমবারের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। কিন্তু টানা ক্রিকেটে ক্লান্ত আফগান অলরাউন্ডার। তাই ‘দ্য হান্ড্রেড’ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। মঙ্গলবার থেকে শুরু হয়েছে এই প্রতিযোগিতা। সোমবার সন্ধ্যায় না খেলার সিদ্ধান্ত জানিয়েছেন রশিদ। প্রতিযোগিতার অন্যতম দল ট্রেন্ট রকেটসের হয়ে তিনটি ম্যাচ খেলার কথা ছিল তার।
প্রতিযোগিতা শুরুর মাত্র ১১ ঘণ্টা আগে রশিদ না খেলার সিদ্ধান্ত জানানোয় কিছুটা বিস্মিত আয়োজকেরা। ১ লাখ ২৫ হাজার পাউন্ড দিয়ে রশিদকে এবারও দলে রেখেছিল ট্রেন্ট রকেটস। তিনিই ছিলেন প্রতিযোগিতার সব থেকে দামী ক্রিকেটার।