ইংল্যান্ডের বিরুদ্ধে ৩ ম্যাচে লিটন করলেন ৭ রান

0

স্যাম কারানের অফ স্টাম্পের বাইরের বলটি অনায়াসেই ছেড়ে দিতে পারতেন লিটন দাস। কিন্তু শরীরের অনেক দূর থেকে খেলতে গিয়ে ক্যাচ দিলেন জস বাটলারের গ্লাভসে। ব্যাট হাতে শেষ হলো তার দুর্ভোগের এক সিরিজ। তিন ম্যাচ মিলিয়ে এই সিরিজে তিনি ১০ রানও করতে পারেননি।  

জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচে আজ সোমবার প্রথম ওভারেই ড্রেসিং রুমে ফেরার আগে রানের খাতা খুলতে পারেননি লিটন। এর আগে মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতেও খালি হাতে ফেরেন তিনি। ওয়ানডে ক্যারিয়ারে এই প্রথমবার পরপর দুই ম্যাচে শূন্য রানে আউট হলেন তিনি।  

ওয়ানডেতে এর চেয়ে বাজে সিরিজ কাটিয়েছেন আগে কেবল লিটন দাস একবারই। ২০১৯ সালে নিউ জিল্যান্ড সফরে তিন ওয়ানডেতে করেছিলেন মাত্র ৩ রান। ওই সিরিজে তিন ম্যাচের প্রতিটিতে ১ রান করে আউট হন তিনি। 

ইংল্যান্ডের বিপক্ষে এই সিরিজে প্রত্যাশা পূরণ করতে পারেননি লিটনের উদ্বোধনী জুটির সঙ্গী বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবালও। তিন ম্যাচে তার স্কোর ২৩, ৩৫ ও ১১। দুই ওপেনারের টানা ব্যর্থতায় ভুগতে হয়েছে দলকেও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here