ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টেও অনিশ্চিত রাহুল

0

ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টেও সম্ভবত পাওয়া যাবে না কেএল রাহুলকে। ডান পায়ের কোয়াড্রিসেপ মাসেলে এখনও চোট রয়েছে। জানুয়ারিতে প্রথম টেস্ট থেকেই দলে নেই রাহুল। 

রাজকোট টেস্টের আগে বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, তিনি ৯০ শতাংশ ফিট। কিন্তু আচমকা শুশ্রূষা করতে এবার লন্ডন পাড়ি দিলেন রাহুল। ইতিমধ্যেই ভারত টেস্ট সিরিজ জিতে যাওয়ায় তাঁকে খেলানোর কোনও ঝুঁকি নিতে চাইছে না টিম ম্যানেজমেন্ট। 

এই চোট রাহুলকে গতবছর চার মাস মাঠের বাইরে রেখেছিল। তাই এবার সম্পূর্ণ ফিট হয়েই মাঠে ফিরতে চান। তিনটে টেস্টে তার জায়গায় খেলানো হয় রজত পাটিদারকে‌। কিন্তু ব্যাট হাতে ছয় ইনিংসে মাত্র ৬৩ রান করেন। দলের সঙ্গে তাঁকে রাখা হলেও ধর্মশালায় দেবদত্ত পাড়িক্কেলকে খেলানো হতে পারে। পঞ্চম টেস্টে দলে ফিরবেন যশপ্রীত বুমরা। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here