দেশের হয়ে দুই বছরের বেশি সময় আগে ওয়ানডে খেলা ধনঞ্জায়া ডি সিলভাকে ইংল্যান্ড সিরিজের দলে রেখেছে শ্রীলঙ্কা। টেস্ট অধিনায়কের সঙ্গে এই সংস্করণের দলে ফিরেছেন বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার দুনিথ ওয়েলালাগে।
ঘরের মাঠে অনুষ্ঠেয় তিন ম্যাচের সিরিজটির জন্য বুধবার (২১ জানুয়ারি) ১৭ জনের স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা। সবশেষ খেলা পাকিস্তান সিরিজের দল থেকে বাদ পড়েছেন ওপেনার লাহিরু উদারা। টি-টোয়েন্টি অধিনায়ক দাসুন শানাকারও জায়গা হয়নি দলে।
আসছে ওয়ানডে সিরিজটির জন্য তিন পেসার দুশমান্থা চামিরা, মাথিশা পাথিরানা ও দিলশান মাদুশাঙ্কাকেও রাখেনি শ্রীলঙ্কা। চামিরাকে দেওয়া হয়েছে বিশ্রাম, চোট থেকে সেরে উঠতে পারেননি মাদুশাঙ্কা, আর ২০২৩ সালের পর কোনো ওয়ানডে না খেলা পাথিরানা এবারও পাননি সুযোগ।
পাথিরানার মতো ধনঞ্জায়াও ২০২৩ সালের পর কোনো ওয়ানডে খেলেননি। ৯০ ওয়ানডের সবশেষটি খেলেন তিনি ২০২৩ সালের নভেম্বর, নিউ জিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে। এই সংস্করণে ১০ ফিফটিতে তার রান এক হাজার ৮৬৫, অফ স্পিনে উইকেট ৪৪টি।
পেসারদের মধ্যে দলে আছেন আসিথা ফার্নান্দো, প্রামোদ মাদুশান, ইশান মালিঙ্গা। রাখা হয়েছে পেস বোলিং অলরাউন্ডার মিলান রাত্নায়েকেকেও। স্পিন বিভাগে জেফ্রি ভ্যান্ডারসের সঙ্গে আছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। ওয়েলালাগে, ধানাঞ্জায়, অধিনায়ক চারিথ আসালাঙ্কা, জানিথ লিয়ানাগেও ঘুরাতে পারেন হাত। কলম্বোয় বৃহস্পতিবার (২২ জানুয়ারি) শুরু ওয়ানডে সিরিজ। শেষ দুই ম্যাচ আগামী শনি ও মঙ্গলবার।
শ্রীলঙ্কার ওয়ানডে দল: চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, কামিল মিশারা, কুসাল মেন্ডিস, সাদিরা সামারাউইক্রামা, পাভান রাত্নায়েকে, ধনঞ্জায়া ডি সিলভা, জানিথ লিয়ানাগে, কামিন্দু মেন্ডিস, দুনিথ ওয়েলালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, জেফ্রি ভ্যান্ডারসে, মাহিশ থিকশানা, মিলান রাত্নায়েকে, আসিথা ফার্নান্দো, প্রামোদ মাদুশান, ইশান মালিঙ্গা।

