ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্টে খেলার প্রস্তাব পেলেন শরিফুল

0

ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট টি-টোয়েন্টি ব্লাস্টে খেলার প্রস্তাব পেয়েছেন বাংলাদেশের বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। বিষয়টি নিশ্চিত করেছেন শরিফুল নিজেই।

তিনি জানিয়েছেন, তাকে দলে ভেড়াতে চায় টি-টোয়েন্টি ব্লাস্টের ফ্র্যাঞ্চাইজি এসেক্স। তবে সেটি এখনো প্রস্তাবনার পর্যায়ে রয়েছে। কারণ সেখানে খেলতে হলে বিসিবির অনাপত্তিপত্র লাগবে।

এসেক্সের কাছ থেকে প্রস্তাব পাওয়ার ব্যাপারে শরিফুল বলেন, ‘এমন প্রস্তাব এসেছে। ওরা এনওসির জন্য চিঠি পাঠাবে। সেটি হাতে পেলে বিসিবির কাছে আবেদন করব। এরপরই বিসিবি সিদ্ধান্ত নেবে, দেখা যাক কী হয়।’

আগামী ২৯ মে থেকে শুরু হবে টি-টোয়েন্টি ব্লাস্টের নতুন মৌসুমের খেলা, চলবে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত। যেখানে ১৬টি দলকে উত্তর-দক্ষিণ দুই ভাগে ভাগ করা হয়েছে। এসেক্স পড়েছে দক্ষিণ গ্রুপে। প্রতিটি দল গ্রুপ পর্বে খেলবে ১৪টি করা ম্যাচ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here