ইংল্যান্ডের কোচ হলেন দীনেশ কার্তিক। থ্রি লায়ন্সদের ড্রেসিংরুমে দেখা যাবে ভারতের এই উইকেটকিপার ব্যাটারকে। পাঁচটি টেস্ট খেলতে ভারতে আসছে ইংল্যান্ড দল। তার আগে ভারতের ‘এ’ দলের বিরুদ্ধে খেলবে ইংল্যান্ড লায়ন্স নামে একটি দল। সেই দলের ব্যাটিং উপদেষ্টা করা হল কার্তিককে। তবে মাত্র ৯ দিনের জন্য এই দায়িত্বে থাকবেন তিনি।
শুক্রবার (১২ ডিসেম্বর) থেকে শুরু হবে অভিমন্যু ঈশ্বরণের দলের বিরুদ্ধে এই ম্যাচ। আহমেদাবাদে মুখোমুখি হবে দুই দল। প্রথম ম্যাচটি হবে দুইদিনের। ১৭ জানুয়ারি থেকে শুরু হবে দ্বিতীয় ম্যাচ। সেটি হবে চার দিনের। ইংল্যান্ডের পারফরম্যান্স ডিরেক্টর মো বোবাত বলেন, দীনেশ কার্তিককে পাওয়া দারুণ ব্যাপার। তার অভিজ্ঞতা আমাদের কাজে লাগবে। ভারতের মাটিতে টেস্টে সাফল্য পাওয়ার রহস্য জানিয়ে দেবেন কার্তিক।
ক্রিকেটার হিসেবে ইংল্যান্ডে ২০১৯ বিশ্বকাপ খেলেন কার্তিক। তার আগেও দুইবার ইংল্যান্ড সফরে যান তিনি। এবার নতুন ভূমিকায় নিজেকে মেলে ধরতে তৈরি।