ইংল্যান্ডের কন্ডিশনেও স্পিনারদের সফল হওয়া সম্ভব : তাইজুল

0

ইংল্যান্ডের চেমসপোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে শুক্রবার মাঠে নামছে বাংলাদেশ। সাধারণত ইংল্যান্ডের কন্ডিশনে সবারই ধারণা পেস বোলাররা ভালো করে থাকে। তবে ভালো লাইন-লেংথ বজায় রেখে ভালো করলে স্পিনারদেরও সফল হওয়া সম্ভব বলে মনে করেন তাইজুল ইসলাম।

টেস্টে দেশের সেরা স্পিনারদের একজন তিনি। কিন্তু ওয়ানডে বা টি-টোয়েন্টিতে তাইজুল ইসলাম কতটুকু কার্যকরী সেটি নিয়ে অনেকেরই সংশয়। ওয়ানডে দলে তার জায়গাটা পাকা নয়। তবে শেষদিকে নেমে ব্যাট হাতে ছোটখাটো অবদান রাখতে পারেন তাইজুল।

বৃহস্পতিবার বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় নিজের ব্যাটিং নিয়ে তাইজুল বলছিলেন, ‘যখন আমাদের দ্রুত উইকেট পড়ে গেল, আমার দায়িত্বটা ছিল, আমার সঙ্গে যে ব্যাটার আছে তাকে আমি কতটা সাহায্য করতে পারি। হয়তো আমিও সেখানে অনেক ডট বল খেলেছি। তবে আমার কাছে মনে হয়েছে যে, দলের চাহিদা সেটাই ছিল। আমি মনে করি, আমার কিছুক্ষণ উইকেটে থাকার কারণে, জুটি হওয়ার কারণে দলের রানটা একটু বেড়েছে।’

এ সময় বোলিংয়ের সঙ্গে ব্যাটিংটাও উপভোগ করেন জানিয়ে তিনি বলেন, ‘সবসময় আমার ব্যাটিংটা আমি উপভোগ করি। যতটুকু ভালো করে দলকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়া যায়। আমি চেষ্টা করি দলকে ভালো কিছু দেওয়ার জন্য।’

ইংল্যান্ডের মাটিতে পেসাররাই সাহায্য পান বেশি। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতেও দেখা গেছে তার ছাপ। দুই দলের পেসাররাই দাপট দেখিয়েছেন। তবে তাইজুলও একটি উইকেট নিয়েছেন। এই স্পিনার বলছেন, লাইন-লেংথ ঠিক রাখতে পারলে ভালো করবেন তারাও।

তিনি বলেন, ‘সাধারণত ইংল্যান্ডের কন্ডিশনে সবারই ধারণা আছে, পেস বোলাররা ভালো করে থাকে। এটা সত্য যে এরকম কন্ডিশনে পেসাররা ভালো থাকে। তারপরও উইকেটের একটা আচরণ থাকে। এই উইকেটে স্পিনাররা যে ভালো করতে পারবে না, এমন কিছু নয়। ভালো লাইন-লেংথ বজায় রেখে যদি ভালো কিছু করা যায়, অবশ্যই সফল হওয়া সম্ভব।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here