ইংলিশ ক্লাব লিভারপুল কিনতে চান ইলন মাস্ক!

0

বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি ইলন মাস্ক ইচ্ছে করলেই হাতের মুঠোয় এনে ফেলতে পারেন যা চান সেটাই। মহাকাশ সংস্থা স্পেস এক্স ও ইলেকট্রনিক গাড়ির সংস্থা টেসলার প্রধান কর্মকতা তিনি। জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স (টুইটার)-এর মালিকও তিনি। সেই ইলন মাস্ক এবার ইচ্ছা প্রকাশ করেছেন প্রিমিয়ার লিগে বিনিয়োগ করার। লিভারপুল ক্লাব কিনতে চান তিনি। এমনটাই জানা গিয়েছে তার বাবা ইরল মাস্কের থেকে।

টাইমস রেডিওকে দেওয়া একটি সাক্ষাৎকারে এই ঘটনা প্রকাশ্যে এনেছেন তার বাবা। তিনি বলেন, ‘লিভারপুল কিনতে চাওয়ার ইচ্ছা দেখিয়েছে ইলন। তবে কিনছেই যে, তা এখনও নিশ্চিত নয়। যেকোনও ব্যক্তিই চাইবে লিভারপুলের মালিকানা নিতে। তবে এর বেশি কিছু বলা সম্ভব নয় তা হলে দর বাড়িয়ে দেবে বাকিরা।’ এই ঘটনা সত্যি হলে আমূল পরিবর্তন আসতে পারে লিভারপুল ক্লাবের পরিকাঠামো এবং সমগ্র প্রিমিয়ার লিগের গঠনেই।

বর্তমানে লিভারপুলের মালিকানা আছে এফএসজি গ্রুপের কাছে। তবে তাদের পক্ষ থেকে কিছু জানানো হয়নি এ ব্যাপারে। কেন লিভারপুলকেই বেছে নিয়েছেন মাস্ক, তা নিয়ে জানিয়েছেন তার বাবা। ইরল মাস্ক বলেন, ‘লিভারপুলেই জন্ম হয় ইলনের ঠাকুমার, ওই শহরে অনেক আত্মীয় আছেন আমাদের। পরিবারের অনেকেই লিভারপুলের বিখ্যাত ব্যান্ড ‘দ্য বিটলস’-এর সঙ্গে যুক্ত ছিলেন। তাই পারিবারিক সূত্রেই আমরা জড়িয়ে লিভারপুলের সঙ্গে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here