ইংলিশ একাদশেও ঢুকে পড়লেন অবসর ভেঙে ফিরে আসা মইন

0

দলের চাওয়ায় অবসর ভেঙে টেস্টে ফেরা মইন আলি আছেন অ্যাশেজ সিরিজের প্রথম ম্যাচে একাদশে। প্রায় দুই বছর পর সাদা পোশাকের সংস্করণে খেলবেন এই অফস্পিনিং অলরাউন্ডার।

এছাড়া এজবাস্টন টেস্টের একাদশে জেমস অ্যান্ডারসন ও অলিভার রবিনসনকে অনুমিতভাবেই রেখেছে ইংল্যান্ড। শুক্রবার (১৬ জুন) শুরু অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের ঐতিহ্যবাহী অ্যাশেজ সিরিজ। দুই দিন আগে বুধবার (১৪ জুন) প্রথম টেস্টের একাদশ ঘোষণা করে দিল স্বাগতিকরা।

চলতি মাসের শুরুতে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে চোট পান ইংল্যান্ড টেস্ট দলের নিয়মিত স্পিনার জ্যাক লিচ। ছিটকে পড়েন ঘরের মাঠের অ্যাশেজ সিরিজ থেকে। এরপরই মইনের দুয়ারে দ্বিতীয় দফায় কড়া নাড়ে ইংল্যান্ডের টিম ম্যানেজমেন্ট।

গত বছর পাকিস্তান সফরের আগে ফেরার প্রস্তাব ফিরিয়ে দিলেও এবার আর পারেননি মইন। টেস্ট দলে ডাক পাওয়ার পর তিনি জায়গা করে নিলেন একাদশেও।

চোট শঙ্কা ও অ্যাশেজের আগে সতর্কতার অংশ হিসেবে অ্যান্ডারসন ও রবিনসনকে সবশেষ আয়ারল্যান্ড টেস্টে রাখেনি ইংল্যান্ড। দুই পেসারকেই ফেরানো হয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে।

আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হওয়া পেসার জশ টংয়ের জায়গা হয়নি আসছে ম্যাচের একাদশে। ১৬ জনের স্কোয়াড থেকে সুযোগ পাননি ম্যাথু পটস, ক্রিস ওকস, মার্ক উড ও ড্যান লরেন্স।

এজবাস্টন টেস্টের ইংল্যান্ড একাদশ: জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জনি বেয়ারস্টো, মইন আলি, স্টুয়ার্ট ব্রড, অলিভার রবিনসন, জেমস অ্যান্ডারসন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here