ইংলিশদের হারিয়ে সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ

0

সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতে ইংলিশদের পাত্তাই দেয়নি ওয়েস্ট ইন্ডিজ। তবে এর পরের দুই ম্যাচে টানা জয়ে সিরিজ জমিয়ে তোলে ইংল্যান্ড। চার ম্যাচ শেষে সমতা থাকায় পঞ্চম ম্যাচটি ছিল সিরিজ নির্ধারণী। অলিখিত ফাইনালে ইংল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে ৩-২ ব্যবধানে সিরিজ জিতেছে ক্যারিবিয়ানরা।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৯ ওভার ৩ বলে ১৩২ রানে থামে ইংল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করেছেন ফিল সল্ট। জবাবে খেলতে নেমে ১৯ ওভার ২ বলে ৬ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ক্যারিবিয়ানরা।

৩৩ রানে ২ উইকেট হারানোর পর জনসন চার্লসকে নিয়ে বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন শাই হোপ। চার্লস ২৭ রানের বেশি করতে পারেননি। নিচের দিকে রভম্যান পাওয়েল ও আন্দ্রে রাসেলরা পুরোপুরি ব্যর্থ হলে ম্যাচ জমে ওঠে। তবে শাই হোপের অপরাজিত ৪৩ রানের ইনিংসে শেষ হাসি হেসেছে স্বাগতিকরাই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here