আগামী বুধবার থেকে লর্ডসে শুরু হচ্ছে অ্যাসেজ সিরিজের দ্বিতীয় টেস্ট। অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য তরুণ লেগ স্পিনার রেহান আহমেদকে দলে অন্তর্ভুক্ত করেছেন ইংল্যান্ড।
আঙুলে ইনজুরির কারণে পরের টেস্টে অভিজ্ঞ মঈন আলীকে নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হওয়ায় তার ব্যাক-আপ হিসেবে দলে যুক্ত করা হয়েছে রেহানকে।
করাচি টেস্টে অভিষেকেই চমক দেখান রেহান। ম্যাচে ৭ উইকেট নেন তিনি। এরমধ্যে দ্বিতীয় ইনিংসে ৪৮ রানে ৫ উইকেট নিয়েছিলেন রেহান।
বার্মিংহামের এডজবাস্টনে সিরিজের প্রথম টেস্টে আঙুলের ইনজুরিতে পড়েন মঈন আলী। নাটকীয়ভাবে ম্যাচটি ২ উইকেটে পরাজিত হয় ইংল্যান্ড।
অবসর ভেঙে প্রায় দুই বছর পর এডবাস্টনে টেস্ট খেলতে নামেন ৩৬ বছর বয়সী মঈন আলী। আগামী বুধবার থেকে লর্ডসে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টের আগে মঈন আলী সুস্থ হয়ে উঠবেন বলে আশা করছে ইংল্যান্ড টিম ম্যানেজমেন্ট।
স্পিনার জো রুটের সাথে চার পেসারের নিয়ে বোলিং আক্রমণ সাজানোর পরিকল্পনা রয়েছে ইংল্যান্ডের।