পর্দার রসায়ন কি তবে বাস্তবেও ধরা দিল, এমনই গুঞ্জন ছিল বলিউডের নতুন জুটি ‘সাইয়ারা’ খ্যাত আহান পাণ্ডে ও অনীত পাড্ডাকে ঘিরে। এবার কি সে প্রশ্নে দাঁড়ি টানলেন বলিউডের বিখ্যাত পরিচালক ও প্রযোজক করণ জোহর?
এমনিতেই বলিউডে জুটি গড়ে দিতে জুড়ি মেলা ভার করণের। তবে কি এবার নতুন জুটির ইঙ্গিত দিলেন তিনি, প্রশ্ন নেটিজেনদের।
সম্প্রতি সানিয়া মির্জার একটি শোতে উপস্থিত হন করণ জোহর। সেখানে সানিয়া তাকে প্রশ্ন করেন, বলিউডের পরবর্তী যুগল কারা হতে পারেন? জবাবে করণ জোহর একমুহূর্ত সময় না নিয়ে সরাসরি বলেন, আহান পাণ্ডে ও অনীত পাড্ডা।
এরপর সানিয়া নিশ্চিত হতে জিজ্ঞেস করেন, নেক্সট? তার মানে কি তারা ইতোমধ্যেই সম্পর্কে আছেন? করণ জোহর প্রথমে হাসলেও মুহূর্তেই মুখের ভাব পাল্টে বলেন, ওদের এই সম্পর্ক এখনো অফিশিয়াল নয়… মানে, যদি কিছু থাকে… আমি ঠিক জানি না।
করণের এই মন্তব্যেই সোশ্যাল মিডিয়ায় জল্পনার ঝড় ওঠে। নেটিজেনদের ধারণা, করণ জোহর হয়তো মুখ ফসকে তাদের সম্পর্কের বিষয়ে ইঙ্গিত দিয়ে ফেলেছেন।
এদিকে, ‘সাইয়ারা’ ছবির মুক্তির পর থেকেই আহান ও অনীতকে একাধিকবার একসঙ্গে দেখা গেছে। বিভিন্ন আড্ডা ও অনুষ্ঠানে তাদের ঘনিষ্ঠতা নজরে এসেছে ভক্তদের। তাদের একসঙ্গে ছবি ও ভিডিওগুলো নেটিজেনদের সন্দেহ আরও বাড়িয়ে দেয়। বিশেষত, এই বছর অনীতের জন্মদিনে একটি ভাইরাল ভিডিওতে দেখা যায়, আহান তাকে কেক খাইয়ে দিচ্ছেন। এরপর থেকেই দুইয়ে দুইয়ে চার মেলাচ্ছেন ভক্তরা।

