আহমেদ মানবতার সর্বোত্তম উদাহরণ : অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

0
আহমেদ মানবতার সর্বোত্তম উদাহরণ : অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের বন্ডি সমুদ্র সৈকতে ইহুদিদের একটি উৎসবে ভয়াবহ বন্দুক হামলার সময় মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন আহমেদ আল আহমেদ। অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি সমুদ্র সৈকতে যখন দুই বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালাচ্ছিল, তখন তিনি জীবনের পরোয়া না করে এক বন্দুকধারীর ওপর ঝাঁপিয়ে পড়েছিলেন। বন্দুকধারীকে কাবু করে বহু প্রাণ বাঁচিয়েছেন তিনি। সে ঘটনায় নিজেও গুরুতরভাবে আহত হয়েছেন। বীরত্বসূচক সেই কাজের জন্য তাকে প্রশংসায় ভাসাচ্ছেন অস্ট্রেলিয়ার রাজনীতিবিদসহ সর্বস্তরের মানুষ।

আহমেদ আল আহমেদকে ‘মানবতার সর্বোত্তম উদাহরণ’ হিসেবে বর্ণনা করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানেস। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম এবিসির সঙ্গে আলাপে অ্যালবানেস বলেন, ২৪ ঘণ্টা আগের সন্ত্রাসী হামলায় আমরা মানবতার সবচেয়ে নিকৃষ্ট রূপ দেখেছি। কিন্তু একইসঙ্গে আমরা আহমেদ আল-আহমেদের মধ্যে মানবতার সর্বোত্তম উদাহরণও দেখেছি।

তিনি আরও বলেন, বিপদের দিকে দৌড়ে গিয়ে, নিজের জীবন ঝুঁকির মধ্যে ফেলেছেন তিনি। দ্বিতীয় হামলাকারীর গুলিতে দু’বার বিদ্ধ হয়েও তিনি সাহসিকতার সঙ্গে ওই সন্ত্রাসীর কাছ থেকে বন্দুকটি কেড়ে নেন। এর মাধ্যমে বহু প্রাণ রক্ষা হয়েছে। মানুষের বিশ্বাস, তাদের ধর্ম কিংবা তারা যদি কোনও ধর্মে বিশ্বাস না-ও করে–সবাইকে নিয়েই আমরা এক মহান জাতি। এই সন্ত্রাসীরা কোনোভাবেই আমাদের বিভক্ত করতে পারবে না।

এদিকে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের প্রিমিয়ার ক্রিস মিন্স হাসপাতালে চিকিৎসাধীন আহমেদকে দেখতে গিয়েছেন। তিনি আহমেদকে ‘রিয়েল লাইফ হিরো’ আখ্যা দেন। মিন্স বলেন, আহমেদ নিজের জীবনের ওপর চরম ঝুঁকি নিয়ে একজন সন্ত্রাসীকে নিরস্ত্র করে অসংখ্য প্রাণ বাঁচিয়েছে। তার সঙ্গে কিছু সময় কাটানো এবং নিউ সাউথ ওয়েলসের মানুষের কৃতজ্ঞতা পৌঁছে দিতে পারা ছিল আমার জন্য এক বড় সম্মান।

সূত্র : আল জাজিরা ও এবিসি অস্ট্রেলিয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here