বরগুনার পাথরঘাটার বিষখালী নদী থেকে ভাসমান অবস্থায় গত মঙ্গলবার উদ্ধার করা হয় একটি হরিণ। এরপর সুস্থ করে আজ শুক্রবার সেই হরিণকে বনে অবমুক্ত করা হয়েছে।
শুক্রবার দুপুর ১২টার দিকে পাথরঘাটা উপজেলা সদর ইউনিয়নের হরিণঘাটা ইকোপার্কে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রোকনুজ্জামান খান উপস্থিত হয়ে হরিণটি অবমুক্ত করেন।
হরিণ অবমুক্তর সময় উপস্থিত ছিলেন পাথরঘাটা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ, হরিণঘাটা বিট কর্মকর্তা আব্দুল হাই, পাথরঘাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি মির্জা শহিদুল ইসলাম খালেদ, সাংবাদিক জাকির হোসেন খান ও অমল তালুকদার।
পাথরঘাটা রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, বিষখালী নদী থেকে হরিণটি উদ্ধার হওয়ার পর দীর্ঘ ৩ দিন চিকিৎসা দেওয়া হয়েছে। হরিণটি শারীরিকভাবে সুস্থ হওয়ার পর হরিণঘাটা বনে অবমুক্ত করা হয়েছে।